দেশজুড়ে

শার্শার আরজিনা হত্যা মামলায় সিআইডির চার্জশিট

যশোরের শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের কিশোরী আরজিনা হত্যা মামলায় দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে সিআইডি পুলিশ। একই সাথে অপর এক আসামিকে অব্যাহতির আবেদন করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বুধবার আদালতে এ চার্জশিট দাখিল করেন। অভিযুক্তরা হলেন- উপজেলার শ্যামলাগাছি গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে ইব্রাহিম শেখ ও মৃত ইমান আলী শেখের আজিম হোসেন শেখ। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২১ জুলাই আরজিনা খাতুন তার বান্ধবী খাদিজা খাতুনের বিয়ে উপলক্ষে তার বাড়িতে গিয়ে তিনদিন অবস্থান করে। বিয়ে শেষে বাড়ি ফিরে আরজিনা চুপচাপ থাকতো। কারো সাথে কোনো কথা বলতো না। পরে পরিবারেরর লোকজনের চাপাচাপিতে সে জানায় বিয়ে বাড়িতে থাকা অবস্থায় শ্যামলাগাছি গ্রামের ইব্রাহিম তাকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে আরজিনাকে বিয়ে করতে অস্বীকার করে ইব্রাহিম। এরপর ২৫ জুলাই সকালে আরজিনার ঘরের দরজা খোলা দেখতে পায় পরিবারের সদস্যরা। তারা ঘরে গিয়ে খাটের নিচে তার লাশ পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় প্রথমে অপমৃত্যু মামলা হয়। ময়না তদন্ত রিপোর্টে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ার পর নিহতের মা আয়েরা খাতুন বাদী হয়ে তিনজনকে আসামি করে শার্শা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও পরবর্তীতে মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম তদন্ত শেষে আরজিনাকে হত্যার সাথে দুইজনের জড়িত থাকার প্রমাণ পান। এরপর তিনি তাদের বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করেন। এছাড়াও হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় এজাহারনামীয় আসামি আব্দুল মাজিদ শেখকে অব্যাহতির আবেদন করা হয় চার্জশিটে। জামাল হোসেন/আরএআর/এবিএস

Advertisement