খেলাধুলা

জয়ে শুরু মোহামেডান ও শেখ জামালের

জয় দিয়ে ফেডারেশন কাপের নতুন মৌসুম শুরু করলো ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান ও শেখ জামাল। মোহামেডান ২-১ গোলে রহমতগঞ্জকে আর শেখ জামাল ৪-১ গোলে হারায় ফেনী সকার ক্লাবকে।সোমবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে মোহামেডানের মুখোমুখি হয় রহমতগঞ্জ। খেলার ১১ মিনিটে সবুজ গোল করে  মোহামেডানকে এগিয়ে নিয়ে যায়। তবে বিরতি থেকে ফিরেই নুরুল গোল করে রহমতগঞ্জকে সমতায় ফেরায়। এরপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মোহামেডান। শেষ পর্যন্ত ৮৮ মিনিটে ইসমাইল বাঙ্গুরা গোল করলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সাদাকালো শিবির।এদিকে দিনের অপর ম্যাচে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৪-১ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে। শেখ জামালের মামুনুল,রনি,ডারলিংটন ও ল্যান্ডি একটি করে গোল করেন। সকারের একমাত্র গোলটি করেছেন সোহেল। আজ বিকাল চারটায় আবাহনী প্রতিপক্ষ ফরাশগঞ্জ আর মুক্তিযোদ্ধ খেলবে উত্তর বারিধারা বিপক্ষে।এমআর/আরআইপি

Advertisement