বিশ্বকাপের ১১তম আসরে টানা দ্বিতীয় জয় পেলো স্বাগতিক নিউজিল্যান্ড।নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের দেওয়া ১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।এর আগে নিউজিল্যান্ডের ডানেডিনে বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিং এ পাঠিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।কিউই অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমান করেন দুই পেসার সাউদি ও বোল্ট। ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের প্রথম দুই বলে শূণ্যরানে ফেরত যান কালাম ম্যাকলিওড ও হামিশ গার্ডিনার।এদিকে অপর প্রান্তে বোলার টিম সাউদিও সতীর্থ বোল্টের মতো আগুন ছড়িয়েছেন মাঠে। স্কটিশ ওপেনার কোয়েটজারকে ক্যাচে আর মমসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে কাঁপিয়ে দিয়েছেন স্কটল্যান্ডের ভিত। এরপরের কাজ করেন কোরে অ্যান্ডারসন আর অভিজ্ঞ ড্যানিয়েল ভেট্টরি। উভয়য়েই নিয়েছেন তিনটি করে উইকেট।স্কটল্যান্ডের ম্যাকহান ও বেরিংটন কিছুটা প্রতিরোধ করতে পেরেছিলেন। ম্যাকহান ৫৬ আর বেরিংটন ৫০ রান করে আউট হলে ১৪২ রানেই শেষ হয় স্কটিশদের ইনিংস।জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই কিছুটা বিপদে পড়ে স্বাগতিকরা। মাত্র ৪৮ রান তুলতেই ফিরে যান কিউই দুই ওপেনার ম্যাককালাম ও গাপটিল। এরপর ৯ রান করে টেইলর আউট হলে কিছুটা চাপে পড়ে যায় কিউইরা। এ সময় ইলিয়টের সাথে উইলিয়ামসন ৪০ রানের জুটি করে করে দলকে রক্ষা করেন। উইলিয়ামসন ৩৮ আর ইলিয়ট ২৯ রানে করে আউট হলেও শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। স্কটল্যান্ডের পক্ষে ওয়ার্ডল নেন ৩ উইকেট।এমআর/আরআইপি
Advertisement