ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া মোড় এলাকায় র্যাবের সঙ্গে কথিত `বন্ধুকযুদ্ধে` বিপ্লবী কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা রফি উদ্দিন ওরফে ছোট তারেক (৩৫) নিহত হয়েছেন।মঙ্গলবার ভোররাতে এ `বন্দুকযুদ্ধের` ঘটনা ঘটে। এ সময় র্যাব অস্ত্র, গুলি ও পেট্টলবোমা উদ্ধার করেছে। নিহত তারেক বিষয়খালী বাজার এলাকার দলিল উদ্দিনের ছেলে।র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, সোমবার রাতে বিষয়খালী বাজার এলাকা থেকে তারেককে আটক করা হয়।পরে মঙ্গলবার ভোররাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে চুটলিয়া মোড় এলাকায় গেলে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। র্যাবও পাল্টা গুলি চালালে তারেক গুলিবিদ্ধ হয়।এ সময় র্যাবের দুই সদস্য আহত হয়। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন।ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি রিভলবার, দুটি শাটারগান, দশ রাউন্ড গুলি ও ছয়টি পেট্টলবোমা উদ্ধার করা হয়েছে বলে জানান নিয়াজ মোহাম্মদ।বিএ/আরআইপি
Advertisement