আন্তর্জাতিক

জাকির নায়েকের এনজিওর বিদেশি অনুদানে নিষেধাজ্ঞার প্রক্রিয়া

বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিদেশি তহবিল প্রাপ্তিতে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ভারত। এছাড়া সংস্থাটির নিবন্ধন বাতিলের প্রক্রিয়া শুরু করেছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে শিগগিরই চূড়ান্ত নোটিশ দেয়া হবে বলে জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে সরকারি অনুমতি ছাড়া বিদেশি অর্থ সংগ্রহের অভিযোগে জাকির নায়েকের আইআরএফ এডুকেশনাল ট্রাস্ট নামে অপর একটি এনজিওর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সন্ত্রাসবাদে উৎসাহিত ও তরুণদের মাঝে মৌলবাদ ছড়াতে অর্থ ব্যবহারের অভিযোগে একাধিক তদন্তের পর জাকির নায়েকের এনজিওর বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে মজার বিষয় হলো, জাকির নায়েকের এনজিওর নিবন্ধনে সহায়তার অভিযোগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চার কর্মকর্তা ও যুগ্ম সচিবকে বরখাস্ত করা হলেও গত মাসে বিদেশি প্রবিধান আইনের আওতায় আইআরএফ এডুকেশনাল ট্রাস্টের নিবন্ধন নবায়ন করা হয়। তবে ভারত সরকার নায়েকের এই এনজিওর নিবন্ধন বাতিলের প্রক্রিয়া শুরু করেছে। গত ১ জুলাই ঢাকার গুলশানের আর্টিসান রেস্তোরাঁয় হামলাকারী পাঁচ জঙ্গির মধ্যে রোহান ইমতিয়াজ ও নিবরাস ইসলাম গত বছর ভারতের এই বক্তার কথা উদ্ধৃত করে ফেসবুকে পোস্ট করে। এরপরই সৌদি আরবের মদিনা সফরে থাকা জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় ইন্ধন দেওয়ার অভিযোগ ওঠে। রোববার ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে জাকির নায়েকের বাবা ডা. আব্দুল করিম নায়েক মারা গেছেন। কিন্তু গ্রেফতারের আশঙ্কায় বাবার জানাজায় অংশ নিতে ভারতে যাননি তিনি।সূত্র : টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস।এসআইএস/এবিএস

Advertisement