খেলাধুলা

বাংলাদেশের কাছে হারের পর ওলটপালট ইংল্যান্ড

বাংলাদেশ সফরে আসার আগেও হয়তো ইংল্যান্ড দলের মাথায় ছিল না যে এমন বিপর্যয়ের মুখে পড়তে হবে। ওয়ানডে ও টেস্ট সিরিজ না হারলেও বেশ ভুগতে হয়েছে তাদের। শেষ ম্যাচে (ঢাকা টেস্ট) তো বাংলাদেশের কাছে হেরেই গেছে ইংলিশরা, ১০৮ রানে। টেস্ট ক্রিকেটে এবারই তারা প্রথমবারের মতো টাইগারদের কাছে পরাজিত হলো। আর তাতে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ সমতায় শেষ করে ইংলিশরা।   বাংলাদেশের কাছে এমন হারের পর দলের খেলোয়াড়দের ওলটপালট হচ্ছে ইংল্যান্ডের। দল নিয়ে ভাবার সময় এসেছে তাদের। কেননা ইংলিশদের সামনেই রয়েছে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। দলটির সাবেকরা ধারণা করছেন, এভাবে খেললে বিরাট কোহলির দলের কাছে হোয়াইটওয়াশ হতে পারে অ্যালিস্টার কুক বাহিনী।সাবেক ইংলিশ তারকাদের কথা মাথায় নিয়েই হয়তো ইংল্যান্ড দলে পরিবর্তনের পক্ষে দলীয় কোচ ট্রাভর বেলিস। যাচাই-বাচাই করেই ভারতের বিপক্ষে দল গঠন করতে চান তিনি। বলেন, ‘দল নিয়ে এখন ভাবার সময় এসে গেছে। আগামী কয়েক দিনের মধ্যে দলে গভীর অনুসন্ধান- সময়ের দাবি হয়ে উঠেছে।’প্রসঙ্গত, আগামী ৯ নভেম্বর রাজকোটে গড়াবে ভারত-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। এরপর এই সফরে টিম ইন্ডিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা।এনইউ/আরআইপি

Advertisement