সিডনি থেকে মশিউর রহমান তুহিনভারত-পাকিস্তানের মধ্যে খেলা যেখানেই হোক না কেন দর্শকের ঢল নামবে এটা স্বাভাবিক কথা। বিশ্বকাপ টিকিট ছাড়ার পর ২ ঘণ্টায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ। রোববার খেলার দিন মাঠের দর্শকের পাশাপাশি সিডনির বারগুলোতে প্রচুর সমর্থক তাদের ম্যাচ উপভোগ করে।অনেক সমর্থককে খেলার পক্ষে ও বিপক্ষে বাজি ধরতে দেখা গেছে। বিকেল ৫টায় ওয়ালি পার্ক বারে গিয়ে দেখা যায় প্রচুর পাকিস্তানি সমর্থক খেলা দেখছে। এই এলাকাটি মুসলিম অধ্যুষিত হওয়াতে বেশিরভাগই পাকিস্তান সমর্থক ছিল। তাদের অনেককে উইকেট পরার সাথে সাথে আনন্দ উৎসব করতে দেখা যায়। এক পাশে কিছু ভারতীয় সমর্থকও নীরবে খেলা দেখে। ভারতের সংগ্রহ ৩০০ হলে তখনই অনেককে বলতে শোনা যায় - এইবারও হয়তো পারবে না।পাকিস্তানের ৬০ রান করার পর একের পর এক উইকেট পড়তে থাকলে সবাই নীরব হয়ে যায়। বিশেষ করে উমর আকমল আউট হবার পর কেউ কেউ বার ছেড়ে চলে যান। খেলা চলাকালীন ফয়সাল মেহরুস নামের এক দর্শকের সাথে কথা হয়। তিনি পাকিস্তান দল নিয়ে তার হতাশার কথা প্রকাশ করেন। তার কাছে মনে হয়, উমরগুল আর সাইদ আজমল ছাড়া পাকিস্তান পরের পর্বে যেতে পারবে কিনা সন্দেহ রয়েছে। আরেক সমর্থক মহসিন রানা বলেন, পাকিস্তান ২০০৯ সালের পর থেকে নিজের দেশে খেলতে পারে না। তাহলে খেলোয়াড়রা কিভাবে নিজেদের মেলে ধরবে। তার কাছে মনে হচ্ছে আইসিসি পাকিস্তানের সাথে অন্যায় করছে। কেউ কেউ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনাও করেন।অন্যদিকে ভারতের সমর্থকরা ত্রিদেশীয় সিরিজে দলের পরাজয়ে হতাশ হয়েছিলেন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর তাদের আশাবাদী মনে হয়েছে। কথা হয় গোঁড়াক রাথুর নামের এক সমর্থকের সাথে, তার কাছে মনে হল এটাই ভারতের সেরা দল। কিন্তু কেন যে দেশের বাইরে গেলে ভারত ভালো খেলতে পারে না তার কাছে বোধগম্য নয়। তারপরও সে আশাবাদী তাদের দল ফাইনাল খেলবে।এমএএস/আরআই
Advertisement