মালিতে বাংলাদেশি চার শান্তিরক্ষী আহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালির টাবানকোর্ট নামক স্থানে বাংলাদেশ থেকে জাতিসংঘ মিশনে নিয়োজিত পদাতিক ইউনিটের একটি টহল দল অবস্থান করছিল। টহল কার্যক্রমের সময় বিস্ফোরণে টহল দলের তিনজন অফিসারসহ একজন সৈনিক মারাত্মকভাবে আহন হন। আহত শান্তিরক্ষীরা হলেন মেজর আশরাফ (এএমসি), মেজর শাহরিয়ার (সিগনাল কোর), মেজর তুশিত বড়ুয়া (আর্মাড কোর) এবং সৈনিক শরিফুল (পদাতিক)। আহত সেনাসদস্যগণ বর্তমানে মালির একটি ফরাসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এএইচ/পিআর
Advertisement