খেলাধুলা

চাপমুক্ত মাশরাফির কুমিল্লা!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গড়পড়তার দল নিয়ে গতবার দারুণ লড়াই করে শিরোপা জিতেছিল তারা। তাই স্বাভাবিকভাবেই এবারের আসরে শিরোপা ধরে রাখার চাপ থাকার কথা দলটির। কিন্তু দলের কর্ণধার নাফিসা কামাল বলছেন উল্টো কথা। এবারের আসরে গতবারের চেয়েও কম চাপ অনুভব করছেন বলে মন্তব্য করেন এ ফ্র্যাঞ্চাইজি মালিক।মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে আসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের অনুশীলন দেখতে আসেন নাফিসাও। সাংবাদিকদের তিনি বলেন, ‘এবার আমাদের চাপ কম। কারণ গতবার যে ভুলত্রুটি করেছি, এবার আমরা জানি কোথায় শুধরাতে হবে। তাই আমরা আরো ভালো প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি। আরো সম্মিলিতভাবে। যেহেতু দেশি-বিদেশি দুটোতেই আমার অনেক পুরনো খেলোয়াড় আছে। তাই একটা স্বস্তির জায়গা আছে।’শিরোপা ধরে রাখার লক্ষ্যে গত মাস থেকেই অনুশীলন করছে কুমিল্লা। বিকেএসপিতে কন্ডিশনিং ক্যাম্প করেছে দলটি। মঙ্গলবার থেকে মিরপুরে অনুশীলন করে তারা। আগামীকাল থেকেই খেলোয়াড়রা সবাই টিম হোটেলে উঠবেন বলে জানান নাফিসা। গতবারের পুরনো অনেক খেলোয়াড় দলে পাওয়ায় এক রকম স্বস্তি কাজ করছে বলে জানান তিনি।‘আজকে শেহজাদ যোগ দিল। মারলন স্যামুয়েলস আসছে ৪ তারিখ। শেষ দিকে সুনীল নারিন আসবে আবার। এছাড়া লিটন, ইমরুল, মাশরাফি আছে এবং ম্যানেজমেন্টের মধ্যেও পুরনো আছে। তাই আমাদের মধ্যে ওই নতুনত্বটা নেই, সবাই আগের পরিবার হিসেবে কাজ করছে। এখানে অনেক স্বস্তি কাজ করছে।’নিজের দল নিয়ে দারুণ আত্মবিশ্বাসী নাফিসা। তার বিশ্বাস এবারও শিরোপা জিতবে তার দল। তরুণ ও অভিজ্ঞদের কম্বিনেশনের কারণে আরো বেশি আত্মবিশ্বাসী তিনি। বলেন, ‘আমি দল নিয়ে খুবই আত্মবিশ্বাসী। অধিনায়ক মাশরাফিও দল নিয়ে অনেক আত্মবিশ্বাসী। এছাড়া দেশি-বিদেশি খেলোয়াড়রাও যারা আছে সবাই খুব আত্মবিশ্বাসী। এবার তরুণ এবং অভিজ্ঞদের নিয়ে একটা ভালো কম্বিনেশন করার চেষ্টা করেছি আমরা। ইনশাআল্লাহ আমরা খুব ভালো কিছু করার চেষ্টা করবো।’তবে প্রথম লক্ষ্য সেমিফাইনালকে নিয়েছেন নাফিসা। বিশ্বাস সেমিফাইনালে খেলতে পারলে ঠিকই চ্যাম্পিয়নই হবে তার দল, ‘আমরা সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার টার্গেট করেছি। শেষ চারে থাকলে অবশ্যই আশা করি শিরোপা ধরে রাখতে পারবো। এর আগে লড়াইটা গুরুত্বপূর্ণ। আমার ব্যক্তিগত মতামত আমি শিরোপা ধরে রাখতে পারবো। আমার দলের ওপর বিশ্বাস আছে।’আরটি/এনইউ/এবিএস

Advertisement