কোনো কারণ ছাড়াই বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা গ্রুপের দুই কোম্পানির শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সম্প্রতি শেয়ার দুইটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছেন। কোম্পনি দুটি হচ্ছে- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং মেঘনা কনডেন্সড মিল্ক।ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানি ২টির শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি ২টি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর বাড়ছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের গত ৫ কার্যদিবসের প্রতিদিনই শেয়ারটির দর ধারাবাহিকভাবে বেড়েছে। এ সময়ে শেয়ারটির দর ৫ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ৬ টাকা হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ৭০ পয়সা বা ১৩ দশমিক ২১ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। অপরদিকে, মেঘনা কনডেন্সড মিল্কের গত ৫ কার্যদিবসের ৪ দিনই শেয়ারটির দর বেড়েছে, কমেছে মাত্র ১ দিন। এ সময়ে শেয়ারটির দর ৭ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে ৮ টাকা ৪০ পয়সা হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ৮০ পয়সা বা ১০ দশমিক ৫৩ শতাংশ। সোমবার মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারের সর্বশেষ লেনদেন হয়েছে ৬ টাকা ৬০ পয়সা দরে। এদিকে গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ১০ পয়সা থেকে ৭ টাকা ৩০ পয়সা পর্যন্ত। অন্যদিকে সোমবার মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারের সর্বশেষ লেনদেন হয়েছে ৮ টাকা ৪০ পয়সা দরে। এদিকে গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা থেকে ১২ টাকা ১০ পয়সা পর্যন্ত। এসআই/আরএস/পিআর
Advertisement