যশোরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজিকালে গণপিটুনির শিকার হয়েছেন দুই সন্ত্রাসী। পুলিশ তাদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে। পরে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে শহরের হাজারি রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।গণপিটুনিতে আহতরা হলেন, যশোর শহরের হুশতলা এলাকার বদিয়ার তালুকদারের ছেলে বিকাশ তালুকদার (১৮) ও সদর উপজেলার সুলতানপুর গ্রামের আকবর হোসেনের ছেলে আজিম (১৮)।যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিধান কুমার জানান, হাজারি রেলগেট এলাকায় আবুল কালাম নামের এক ব্যক্তির কম্পিউটারের দোকানে চার সন্ত্রাসী মিলে চাঁদা দাবি করে। এসময় স্থানীয় এলাকাবাসী তাদেরকে ধাওয়া করলে অস্ত্রসহ দুই সন্ত্রাসী পালিয়ে গেলেও বিকাশ ও আজিমকে ধরে ফেলে গণপিটুনি দেয় জনগণ। পরবর্তীতে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এসময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়।এমএএস/পিআর
Advertisement