দেশজুড়ে

গৌরনদীতে আ.লীগ নেতার হামলায় আহত ৫

বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতার হামলার শিকার হয়েছেন একই দলের ৫ নেতাকর্মী। আহত ৩ নেতাকর্মীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলা খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশ্রাব আলী সরদারকে আটক করেছে পুলিশ।আহতরা হচ্ছেন, খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি লিটন বেপারী (৩৫), ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কেরামত বেপারী (৪৫), সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের নেতা রফিক বেপারী (২০), ছাত্রলীগ কর্মী রুবেল বেপারী (২১) ও আলামিন ঘরামী (১৮)।আহত লিটন বেপারী জানান,  ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক আশ্রাব আলী সরদারের নেতৃত্বে তার ছেলে সোহেল সরদার ও নাঈম সরদার দীর্ঘদিন ধরে ইউনিয়নের মেদাকুল, বাকাই ও ডুমুরিয়াসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছে। তার (লিটন বেপারী) নেতৃত্বে এলাকাবাসী মাদক বিক্রির প্রতিবাদ করে আসছিল। এ কারণে তার উপর ক্ষিপ্ত ছিল আশ্রাব আলী। এরই জের ধরে আশ্রাব আলী সরদারের ছেলে মাদক বিক্রেতা সোহেল সরদার ও নাঈম সরদারের নেতৃত্বে ১৫-১৬ জন তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে।এ ব্যাপারে যুবলীগ নেতা লিটন বেপারী বাদী হয়ে আ.লীগ নেতা আশ্রাব আলী সরদারসহ ১১ জনের নামোল্লেখসহ ১৬ জনকে আসামি করে বিকেলে থানায় লিখিত অভিযোগ দেন।গৌরনদী থানা পুলিশের ওসি সাজ্জাদ হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়ে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আশ্রাব আলী সরদারকে আটক করে পুলিশ।এমএএস/পিআর

Advertisement