সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় বাজারে মূল্যসূচকের পতন হয়েছে। দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের চেয়ে মূল্যসূচক কমেছে ৬১ পয়েন্ট। লেনদেন বেড়েছে ১৬ কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক কমেছে ১১৫ পয়েন্ট।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইএক্স সূচক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬৯তে। এছাড়াও ডিএস-৩০ সূচক ২৯ পয়েন্ট কমে এক হাজার ৭৭৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৪ পয়েন্ট কমে এক হাজার ১৩২তে অবস্থান করছে।লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৬৮টির দাম বেড়েছে, কমেছে ২০৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের। টাকার অংকে লেনদেন হয়েছে মোট ২৮০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ১৪ কোটি টাকা বেশি। গত কার্যদিবস লেনদেন হয়েছিল ২৬৪ কোটি টাকা।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ১১৫ পয়েন্ট কমে ৮ হাজার ৮৫১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৩৫ পয়েন্ট কমে ১১ হাজার ৯০২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম। টাকায় লেনদেন হয়েছে মোট ২৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।এসআই/এএইচ/আরআই
Advertisement