ক্যাম্পাস

ঢাবির ছাত্র হলে মাতাল ছাত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্যার এ এফ রহমান হলের অধিনস্থ শাহনেওয়াজ ছাত্রাবাসে মাতাল অবস্থায় একই রুমে দুই ছাত্র-ছাত্রী অবস্থানের অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।জানা গেছে, রোববার চারুকলা অনুষদের শিক্ষার্থীদের আয়োজনে শাহনেওয়াজ ছাত্রাবাসে ‘ভূত উৎসব’ হয়। ‘ভূত উৎসব’ শেষে রাতে চারুকলা অনুষদের ১৭তম ব্যাচের মৃৎশিল্প বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রবীন তার এক বান্ধবীকে নিয়ে মদপান করেন। পরে গভীর রাত পর্যন্ত তারা ছাত্রাবাসের ১৫ নাম্বার রুমে অবস্থান করেন। রুমে অবস্থানকারী তার বান্ধবীর পরিচয় পাওয়া যায়নি।বিষয়টি নিয়ে রাতে ডিউটিরত প্রক্টরিয়াল টিম ও ছাত্রাবাসের সহকারী ওয়ার্ডেন নাজির হোসেন খানকে ফোন দিলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, আমি খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি রবিন শুয়ে আছে। তাকে বিষয়টি জিজ্ঞেস করলে সে রাতে তার বান্ধবী থাকার কথা স্বীকার করে। এবং রাত ১২টা-১টার দিকে চলে গেছে বলে জানায়। আসলে হলে কোনো গেস্টরুম না থাকায় এসব সমস্যাগুলো হয়। এটি সত্যিই অনাকাঙ্খিত। বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে কথা বলে ব্যবস্থা নেবো।এ বিষয়ে বিশ্ববিদ্যায়ের প্রক্টর ড. এম আমজাদ আলীর সাথে বার বার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।এছাড়া হলের প্রভোস্ট ড. আজিজুর রহমান বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা। এ সম্পর্কে শাহনেওয়াজ ছাত্রাবাসের সহকারী ওয়ার্ডেন নাজির হোসেন জানেন। যদিও তিনি আমার অধিনে কাজ করেন। তারা আমাকে কিছু জানাননি।এমএএস/আরআই

Advertisement