রাজনীতি

রাষ্ট্রের সকল অঙ্গই বন্দী : বিএনপি

বর্তমানে রাষ্ট্রের সকল অঙ্গই শাসন বিভাগের হাতে বন্দী। এক ব্যক্তির ইচ্ছার প্রতিফলন হচ্ছে বিচার বিভাগ, আইন বিভাগ ও শাসন বিভাগে। ফলে আজ রাষ্ট্রীয় নৈরাজ্যের চূড়ান্ত শিকারে পরিণত হয়েছে দেশ ও জাতি।  হরতাল-অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি প্রতিহত করতে সরকারের প্রতি হাইকোর্টের রুলের প্রতিক্রিয়ায় সোমবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের পাঠানোর বিবৃতিতে এ কথা বলা হয়।বিবৃতিতে সালাহ উদ্দিন বলেন, বিচার বিভাগকে বিরোধী দল ও ভিন্নমত দমনের হাতিয়ারে পরিণত হয়েছে। অবৈধ সরকার ন্যায্য গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে দমনের শেষ চেষ্টা হিসেবে আদালতকে ব্যবহার করছে। ইতিহাস সাক্ষ্য দেয়, আদালতের আদেশ দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে কখনো স্তব্ধ করা যায় না। চূড়ান্ত দলীয়করণ ও বিচারক অভিশংসন আইন বিচারিক নৈরাজ্য সৃষ্টির মূল কারণ বলেও উল্লেখ করেন তিনি।বিবৃতিতে তিনি আরও বলেন, আইন বিভাগ অর্থাৎ সার্বভৌম সংসদ এখন ‘বিকাশ মার্কা’ এমপিদের আড্ডাখানা। জাতীয় সংসদ এখন জাতীয় বিষয়াদি ও আইন প্রণয়নের কেন্দ্রবিন্দু নয়; এটা এখন বিএনপি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোদগার কেন্দ্র।গণবিরোধী গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করে ভয়-ভীতি প্রদর্শন, সংবাদপত্র ও টিভি চ্যানেল বন্ধ, সম্পাদক ও টিভি চ্যানেল মালিকদের গ্রেফতার ও হয়রানি করে, মিডিয়া নিয়ন্ত্রণ করে সরকার এখন কেবল টেলিভিশনেই অস্তিত্ব প্রকাশ করে চলেছে বলেও মন্তব্য করেন সালাহ উদ্দিন।এমএম/এএইচ/পিআর

Advertisement