জাতীয়

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মধ্য বাড্ডায় তুরাগ নামে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার বিকেল চারটার দিকে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বাসে আগুন লাগার খবরটি নিশ্চিত করেছেন বনানী ফায়ার সার্ভিসের ইন্সপক্টের মিলন মিয়া।তিনি জাগো নিউজকে বলেন, বিকেল ৪টা ৫ মিনিটের দিকে বাসটিতে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে বনানী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটির ৮০ শতাংশ পুড়ে যায়।বাসটির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিশ্চিত করেন তিনি।এব্যাপারে আলআমিন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, টঙ্গি থেকে যাত্রাবাড়ী চলাচলকারী বাসটিতে তিনি উঠেন নতুন বাজার এলাকা থেকে। বাসটি বাড্ডা লিঙ্ক রোড সংলগ্ন এলাকায় আসা মাত্রই ইঞ্জিনে আগুন লেগে যায়। আগুন দেখে যাত্রীরা তড়িঘড়ি করে নামার সময় তিনিসহ ৪ জন আহত হয়েছেন।জেইউ/আরএস/আরআই

Advertisement