দেশজুড়ে

সিলেটে আড়ং শোরুমে ককটেল হামলা, আহত ২

২০ দলীয় জোটের অবরোধ ও হরতাল চলাকালে সিলেট নগরীর নয়াসড়কের আড়ং-এর শোরুমে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দু`জন আহত হয়েছেন। এ সময় একটি মাইক্রোবাসেও আগুন দেয়া হয় ।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা পৌনে একটার দিকে নগরীতে মোটরসাইকেল নিয়ে কয়েকজন এসে আড়ং-র ভেতরে ককটেল ছোঁড়ে। এসময় শো-রুমের ভেতরে থাকা দু`জন আহত হন।একই সময়ে আড়ং-এ কেনাকাটা করতে আসা এক গ্রাহকের মাইক্রোবাস ভাঙচুরের পর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এই ঘটনার পর খুব দ্রুত মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়।খবর পেয়ে আড়ং-এর শো রুম পরিদর্শন করে পুলিশ। তবে এই ঘটনায় কারা জড়িত সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।বিএ/এমএস

Advertisement