আন্তর্জাতিক

পাকিস্তানে স্কুলে সন্ত্রাসী হামলা

পেশোয়ারে হামলার স্মৃতি যেন আবারো ফিরে এলো পাকিস্তানে। এবার পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগরের হারুনাবাদ এলাকার একটি বেসরকারি স্কুলে হামলা চালানোর চেষ্টা করেছে জঙ্গিরা। তবে পুলিশ কঠোর অবস্থান নেয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।পুলিশ জানিয়েছে, সোমবার সকালে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে স্কুলে ঢোকার চেষ্টা করে দুই জঙ্গি। তাদের বাধা দিতে গিয়ে আহত হন এক নিরাপত্তা কর্মী। তবে নিরাপত্তারক্ষীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় ভয়াবহ কিছু ঘটাতে পারেনি জঙ্গিরা।জঙ্গিরা হামলার চেষ্টা চালানোর পরপরই ওই এলাকা থেকে পালিয়ে গেছে। এর আগে গত সপ্তাহেই কোয়েটার একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালায় তিন জঙ্গি। ওই হামলায় ৬১ জন নিহত হয়। ভয়াবহ ওই হামলার পর সোমবার সকালের হামলার ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।হামলা আশঙ্কায় পুরো স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে নিরাপদেই সব শিক্ষার্থীকে স্কুল থেকে বের করে আনা সম্ভব হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা লিয়াকত আলি মালিক জানিয়েছেন, অস্ত্রশস্ত্র নিয়ে স্কুলে হামলা চালানোর চেষ্টা করে দুই জঙ্গি। হামলাকারীদের মধ্যে একজন ওই স্কুলেরই শিক্ষার্থী বলে জানিয়েছেন তিনি। যারা ওই হামলা চালানোর পরিকল্পণা করেছিল তাদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। এর আগে ২০১৪ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে হামলা চালায় তালেবান জঙ্গিরা। হামলায় ১৪৮ জন নিহত হয়।এ বছরের শুরুতেই রাওয়ালপিন্ডির ভিকার-উন-নিসা স্কুল অ্যান্ড কলেজে হামলা চালায় একদল ডাকাত। তার মাত্র ২০ দিন আগেই খাইবার পাখতুনখোয়ার বাচা খান ইউনিভার্সিটিতে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় এক অধ্যাপকসহ ২১ জন নিহত হয়।টিটিএন/পিআর

Advertisement