সাব্বির রহমান হতে পারতেন ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৪* রানের ইনিংস খেলেছিলেন তিনি। দুর্ভাগ্য তার। সঙ্গীর অভাবে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেননি। ২২ রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল তাকে।সিরিজের দ্বিতীয় টেস্টে আর আক্ষেপ করতে হয়নি সাব্বিররকে। আগের টেস্টের মতো এই ম্যাচে অতটা ক্ষুরধার ব্যাট করতে পারেননি। তাতেও অসুবিধা হয়নি! মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ইতিহাসটা গড়ে ফেলেছে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেয়েছেন টাইগাররা। স্বাগতিকরা জিতেছে ১০৮ রানে।সাব্বির রহমান জানালেন, টেস্ট ক্রিকেটে ইংলিশদের বিপক্ষে প্রথম জয়টা দলের সমবেত প্রচেষ্টার ফসল। এই জয়ে রোমাঞ্চিত ২৪ বছর বয়সী তারকা এই ক্রিকেটার। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাব্বির লিখেছেন, ‘অসাধারণ একটি ক্রিকেট ম্যাচ! দলের সমবেত প্রচেষ্টার ফসল এই জয়।’এনইউ/এমএস
Advertisement