আন্তর্জাতিক

ভারতে কারারক্ষীকে হত্যা করে পালিয়েছে ৮ বন্দি

ভারতে কারারক্ষীকে হত্যা করে আট বন্দী পালিয়ে গেছে। ভুপাল শহরে এ ঘটেছে। পুলিশ জানিয়েছে, বিছানার চাদর ব্যবহার করে কারাগারের দেয়াল টপকে পালিয়েছে বন্দিরা। খবর বিবিসির। পালিয়ে যাওয়া বন্দিরা একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠণের সদস্য। পুলিশ ওই বন্দিদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে। এর আগে গত বছর দুই বন্দি সর্বাধিক নিরাপত্তা বেষ্টিত দিল্লির তিহার জেল থেকে পালিয়ে গিয়েছিল। তারা কারাগারের একটি দেয়ালের নিচে একটি সুরঙ্গ খুড়ে পালিয়েছিল। ভুপালের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নিউজ এজেন্সি প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানিয়েছেন, সোমবার সকালে ওই আট বন্দি কারাগার থেকে পালিয়েছে। তিনি জানিয়েছেন, পালিয়ে যাওয়া বন্দিরা স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিমি) সদস্য। ওই সংগঠনটি অতীতে একটি সিরিজ বোমা হামলার সঙ্গে সম্পৃক্ত ছিল। ২০০৩ সালে মম্বাইয়ে ভয়াবহ হামলা চালিয়েছিল সিমি সংগঠন। ওই হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়। তবে সিমি ওই হামলার দায় স্বীকার করেনি। ২০১৩ সালে মধ্যপ্রদেশের একটি কারাগারের টয়লেটের দেয়াল টপকে পালিয়েছিল সিমির ছয় সদস্যসহ মোট সাত বন্দী। টিটিএন/আরআইপি

Advertisement