খেলাধুলা

দলের জন্য খেলতে চান মিরাজ

ক্যারিয়ারে মাত্র দু’টি টেস্ট ম্যাচ খেলেছেন বাংলাদেশের তরুণ তুর্কী মেহেদী হাসান মিরাজ। আর দুই টেস্টের চার ইনিংসে তিনবার পাঁচ উইকেট পেয়েছেন তিনি। এ কারণে স্বাভাবিকভাবেই প্রত্যাশার পারদ আরও উঁচুতেই থাকার কথা তার। সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখেই পড়লেন তিনি। তবে জানালেন ব্যক্তিগত পারফরম্যান্স নয়, দলের জন্যই খেলতে চান তিনি।মিরাজের কাছে প্রশ্ন, আপনি চাইতেন এভারেজ পারফরম্যান্স করতে; কিন্তু চার ইনিংসের তিনটিতেই পাঁচ উইকেট। তবে কী এখন থেকে টেস্ট ক্রিকেটে সবসময় পাঁচ উইকেট নেওয়াই লক্ষ্য থাকবে আপনার?মিরাজের বিনয়ী উত্তর, ‘আমি এভারেজ পারফরম্যান্স করতে চাই। আসলে এভারেজ পারফরম্যান্স বলতে যেটা বুঝায়, ধারাবাহিকতা, ধারাবাহিকভাবে পারফরম্যান্স করা। আমি চেষ্টা করি দলকে কিছু দেবার জন্য। সবসময় দলকে কিছু দেওয়ার চেষ্টা করি। আমি যদি উইকেট পাই সেটা যেন দলের কাজে লাগে।’টেস্ট ক্রিকেটে অভিষেকের পর চার ইনিংসে তিনবার পাঁচ উইকেট নেওয়া তৃতীয় বোলার তিনি। বাংলাদেশের পক্ষে তৃতীয় বোলার জিনি উভয় ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট। অভিষেকের পর টানা দুই টেস্টে ১৯টি উইকেট নিয়ে করেছেন বিশ্বরেকর্ড। তবে উইকেট থেকে অনেক সাহায্য পেয়েছেন এটা ভালো করেই জানেন তিনি। তাই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে নিজেকে প্রস্তুত করছেন তিনি।‘এই উইকেটে যেভাবে বল করেছি, উইকেট একটু সাহায্য করেছে। যেভাবে উইকেট পেয়েছি দেশের বাইরে এভাবে উইকেট পাবো না। মানসিকতাকে আরও শক্ত করতে হবে। আমাকে আরও অনেক ভালো করে অনুশীলন করতে হবে। আমরা যেন টিকে থাকতে পারি যে কোন কন্ডিশনে।’রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংলিশদের ২৭২ রানের বড় লক্ষ্যই দিয়েছিল বাংলাদেশ। তবে চা বিরতির আগে ইংলিশদের সাবলীল ব্যাটিং দেখে মনে হয়েছিল ইংল্যান্ডের জয় যেন সময়ের ব্যাপার। তবে নিজেদের উপর আস্থা রেখেছিলেন তারা। অধিনায়ক মুশফিক সামনে থেকে অনুপ্রেরণা দিয়েছেন তাকে।‘মুশফিক ভাই একটাই কথা বলছে, রানটা যেন চেক হয়। যখন দুই পাশ থেকেই রান চেক হবে তখন উইকেট পাওয়ার সুযোগ থাকবে। আমরা যেন উত্তেজিত না হয়ে যাই, একটা সেশন ওরা ভালো খেলেছে একটা সেশন আমাদেরও ভালো কিছু হতেই পারে। আর একটা ব্রেক থ্রু হলেই আমরা কামব্যাক করতে পারবো এটা আমাদের বিশ্বাস আছে।’আরটি/আইএইচএস/পিআর

Advertisement