খেলাধুলা

তৃতীয় বাংলাদেশি হিসেবে ম্যাচে ১০ উইকেট মিরাজের

টেস্ট অভিষেকেই বাংলাদেশের বোলিংয়ে ভরসা হয়ে ওঠার ইঙ্গিত দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্টেই দুই ইনিংস মিলে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। আর ঢাকা টেস্টে দুই ইনিংসেই নিয়েছেন ৬ উইকেট করে (মোট ১২ উইকেট)।এর মধ্য দিয়ে অনন্য এক কীর্তি গড়লেন মিরাজ। তৃতীয় বাংলাদেশি হিসেবে ম্যাচে ১০ উইকেট নিলেন তিনি। মিরাজের অসাধারণ এই কীর্তির ম্যাচে বাংলাদেশ পেয়েছে ঐতিহাসিক জয়। টেস্ট ক্রিকেটে এবারই প্রথম ইংল্যান্ডকে হারিয়েছেন টাইগাররা। স্বাগতিক বাংলাদেশের জয়টা ১০৮ রানের। এর আগে এক টেস্টে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন দুজন বাংলাদেশি বোলার। মজার বিষয়, তারাও স্পিনার। একজন এনামুল হক জুনিয়র। আরেকজন সাকিব আল হাসান।প্রথম বাংলাদেশি হিসেবে এক টেস্টে ১০ উইকেট নিয়েছিলেন এনামুল হক জুনিয়র। ২০০৫ সালের জানুয়ারিতে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ২০০ রান খরচায় ১২ উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে ৯৫ রান খরচায় ৭ উইকেট আর দ্বিতীয় ইনিংসে ১০৫ রান খরচায় ৫ উইকেট দখলে নিয়েছিলেন এনামুল। ওই ম্যাচটি ড্র হয়েছিল। আর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টে ১০ উইকেট নেন সাকিব। ২০১৪ সালের নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ১২৪ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। প্রথম ইনিংসে ৮০ রান খরচায় ৫ উইকেট আর দ্বিতীয় ইনিংসে ৪৪ রান খরচায় ৫ উইকেট দখলে নিয়েছিলেন সাকিব। ওই ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ১৬২ রানে।এনইউ/পিআর

Advertisement