তুরস্কে গত জুলাইয়ের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরো ১০ হাজারের বেশি সরকারি কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগেই ওই কর্মচারীদের বরখাস্ত করা হয়েছে। শনিবার এক ঘোষণায় জানানো হয়েছে, শিক্ষা, বিচার বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বেশ কিছু বিভাগের কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। ১০ হাজার ১৩১ সরকারি কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরদোয়ান সরকারের বিরুদ্ধে ব্যর্থ সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার তিন মাস পর আবারো সরকারি কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হলো। এর আগে সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাওয়ার পর ৩৫ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছিল। সেসময় একাধারে বহু শিক্ষক, রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা এবং বিচারককে বরখাস্ত করা হয়। টিটিএন/এবিএস
Advertisement