ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ডব্লিউইউবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর আবদুল মান্নান চৌধুরীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। রোববার সাক্ষাতের সময় প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম কে একথা জানিয়েছেন।ইহসানুল করিম জানান, তারা বলেন, প্রায় ৫ হাজার ৫শ’ ছাত্রছাত্রী বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগে পড়াশোনা করছে। এদের মধ্যে অর্ধেকই ছাত্রী।প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে আরো অবহিত করেন যে, নারীদের উচ্চ শিক্ষায় আগ্রহী করে তুলতে ছাত্রীদের টিউশন ফি ৫০ শতাংশ রেয়াত দেয়া হচ্ছে।এ সময় বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর এবং রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করার আহবান জানান।আরএস/পিআর
Advertisement