বিনোদন

নিষিদ্ধ প্রসূন আজাদ

নির্মাতা-অভিনেত্রী রোকেয়া প্রাচীর একটি নাটকের সিডিউল ফাঁসিয়ে বেকায়দায় পড়েছেন লাক্স তারকা প্রসূন আজাদ। সিডিউল ফাঁসানোর পর প্রসূন ও রোকেয়া প্রাচী নিজেদের মধ্যে এক প্রকার কাদা ছোড়াছুড়ি করেন গত সপ্তাহ ধরে। তারা একে অন্যের বিরুদ্ধে অভিযোগ এনে ফেসবুকে স্ট্যাটাস দিতে শুরু করেন।  এরপর বাধ্য হয়ে রোকেয়া প্রাচী ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অভিনয়শিল্পী সংঘ- নাটকের এই তিন সংগঠনের কাছে অভিনেত্রী প্রসূন আজাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। সংগঠনগুলো থেকে প্রসূন আজাদকে তিনদিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সেই সময় ২৮ অক্টোবর শেষ হলেও এর মধ্যে কোনো যোগাযোগ করেননি প্রসূন। উল্টো আবারো তার ফেসবুকে স্ট্যাটাস দেন, যেটি আপত্তিকর। তাই সবকিছু বিবেচনা করে প্রসূন আজাদকে টিভি পর্দার তিন সংগঠন ডিরেক্টরস গিল্ডস, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন এবং অভিনয় শিল্পী সংগঠন আগামী এক বছরের জন্য নিষিদ্ধ করেছে। জাগো নিউজকে ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত বলেন, আমরা চেয়েছিলাম সুষ্ঠু মীমাংসার ভিত্তিতে এই ব্যাপারটা ফয়সালা করতে। কারণ, কাজ করতে গেলে টুকটাক সমস্যা হতে পারে! সেটার একটা সমাধান আছে। আমরা সমাধানের চেষ্টা করলেও প্রসূন সাড়া দেননি। তাই তাকে নিষিদ্ধ করেছি। সাধারণ সম্পাদক এসএ হক অলিক বলেন, ‘রোকেয়া প্রাচীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রসূন আজাদের সঙ্গে যোগাযোগ করি। তিনি কথা শোনেননি। তাই সবকিছু বিবেচনা করে আগামী এক বছরের জন্য টিভি পর্দার তিন সংগঠন থেকে প্রসূন আজাদকে নিষিদ্ধ করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘এই সিদ্ধান্ত নেয়া হয়েছে গতকাল শনিবার (২৯ অক্টোবর)। আজ রোববার (৩০ অক্টোবর) থেকে আগামী এক বছর প্রসূন আজাদ নিষিদ্ধ। এই তিন সংগঠনের কেউ তাকে নিয়ে কাজ করবে না।’ উল্লেখ্য, চ্যানেল আইয়ে প্রচারের জন্য নির্মিতব্য ‘স্বপ্ন সত্যি হতে পারে’ নাটকের শুটিংকে কেন্দ্র করে ১৮ অক্টোবর রোকেয়া প্রাচী ও প্রসূন আজাদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত। পরিচালনার পাশাপাশি এই নাটকের প্রযোজকও ছিলেন প্রাচী।এনই/এনএফ/এমএস

Advertisement