বিনোদন

ভারতীয় চলচ্চিত্র উৎসবে শঙ্খচিল

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘শঙ্খচিল’ ৪৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার ‘ইনডিয়ান প্যানারমা’ বিভাগে মনোনয়ন পেয়েছে। ভারত সরকারের আয়োজনে ভারতের পর্যটন নগরী গোয়া -এর পানাজীতে আগামী ২০-২৮ নভেম্বর ২০১৬-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার (ইফ,ফি) ৪৭তম আসর। এবারে ‘ইনডিয়ান প্যানারমা’ বিভাগে প্রদর্শিত হবে সালমান খানের ‘সুলতান’, সঞ্জয় লীলা বানসালীর ‘বাজিরাও মাস্তানি’, অক্ষয় কুমারের ‘এয়ার লিফ্ট’ ইত্যাদি চলচ্চিত্র। এসব ছবির সঙ্গে রয়েছে ‘শঙ্খচিল’।  বাংলাদেশ ও ভারতের সীমান্ত জনপদের সমস্যা নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গৌতম ঘোষ। ‘শঙ্খচিল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, কুসুম শিকদার, সাঁঝবাতি, মামুনুর রশিদ, প্রিয়াংশু চ্যাটার্জি, দিপঙ্কর দে, রাজেশ সিন্দে প্রমুখ। চলতি বছরের ১৪ এপ্রিল ‘শঙ্খচিল’ ছবিটি বাংলাদেশ ও ভারতে  মুক্তি পায়। এলএ/এনই/আরআইপি

Advertisement