বিনোদন

লাকী আখন্দের গানের মডেল সৌমিক

কিংবদন্তি কণ্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা লাকী আখন্দের গানের মডেল হলেন জনপ্রিয় মডেল-অভিনেতা সৌমিক আহমেদ। তিনি মডেল হয়েছেন লাকী আখন্দের গাওয়া ‘আমায় ডেকো না’ শিরোনামের গানে। গানটির নতুন করে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি। সৌমিক ছাড়াও মিউজিক ভিডিওতে আরো দেখা যাবে জনপ্রিয় তারকা দম্পতি শহিদুজ্জামান সেলিম এবং রোজি সিদ্দিকী। রাজধানীর উত্তরার শুটিং বাড়ি ‘স্বপ্নীল-২’-তে মিউজিক ভিডিওটির নির্মাণ শেষ হয়েছে কিছুদিন আগে। শিগগির এটি প্রকাশ পাবে। লাকী আখন্দের মত কালজয়ী শিল্পীর গানের মডেল হতে পেরে ভীষণ খুশি সৌমিক। জাগো নিউজের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘আমার বাবা-মা তার গান শুনে বড় হয়েছেন, আর সেই লাকী আখন্দের মত কিংবদন্তি একজন শিল্পীর গানের মডেল হয়েছি এটাই বড় প্রাপ্তি।’  মিউজিক ভিডিও’র গল্পে দেখা যাবে একটি ছেলেকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য কতটা স্ট্রাগল করতে হয় এবং বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় সেই চিত্র।  মিউজিক ভিডিও-তে সৌমিকের বাবা-মায়ের চরিত্রে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম এবং রোজি সিদ্দিকীকে। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে সৌমিক বলেন, ‘সেলিম ভাইয়া এবং রোজি আপুর অভিনয় আমার খুব ভালো লাগে। তাদের সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে। তাছাড়া আমার শুনেছি আমার অভিনয়ের প্রশংসা করেছেন সেলিম ভাই; তিনি নাকি বলেছেন, ছেলেটি আগামীতে আরো ভালো করবে। এটা শুনে এতো খুশি হয়েছি যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না।’সবমিলিয়ে সৌমিক আশা করছেন, তার অভিনীত পঞ্চম এই মিউজিক ভিডিওটি দারুণ কিছু নিয়ে আনবে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে লাকী আখন্দ ফুসফুসের ক্যান্সারে ভুগছেন। এখন তিনি অনেকটাই সুস্থ আছেন। শিল্পীর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংগীতাঙ্গনের অনেকেই। ব্যক্তিগত সহায়তা নিয়েও অনেকে শিল্পীকে ভালোবাসা প্রদর্শন করছেন। এবার তার পাশে দাঁড়িয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্রাণ ফুডস। প্রতিষ্ঠানটি লাকীর তিনটি গানের নতুন সংগীতায়োজন করে ভিডিও নির্মাণ করেছে। তারই একটি গান ‘আমায় ডেকো না’।এনই/এলএ/এমএস

Advertisement