আন্তর্জাতিক

নৌকায় অস্ট্রেলিয়ায় পৌঁছানোর চেষ্টা করলে আজীবন ভিসা বাতিল

শরণার্থীদের বিষয়ে এবার কঠিন সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। সম্প্রতি নতুন একটি পরিকল্পণা হাতে নিয়েছে দেশটি। যেসব শরণার্থী অবৈধভাবে নৌকায় করে অস্ট্রেলিয়ায় পৌঁছানোর চেষ্টা করবে তাদের আজীবনের জন্য ভিসা বাতিল করে দেয়া হবে। খবর বিবিসির। যারা পর্যটক বা ব্যবসায়ী হিসেবে দেশটিতে ভ্রমণ করবেন অথবা যারা কোনো অস্ট্রেলিয়ানকে বিয়ে করবেন তাদের ওপরও এই নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। প্রধানমন্ত্রী মালকোম টার্নবুল বলেছেন, এ ধরণের সিদ্ধান্ত মানব পাচারকারীদের জন্য বড় ধরনের সতর্কতা সংকেত। এ সপ্তাহের শেষের দিকে পার্লামেন্টে ভিসা বাতিল সংক্রান্ত এই প্রস্তাবণা উপস্থাপন করা হবে। যেসব শরণার্থীরা অবৈধভাবে নৌকায় করে অস্ট্রেলিয়ায় পৌঁছায় তাদের নায়রু এবং পাপুয়া নিউ গিনির ম্যানুস দ্বীপে পাঠিয়ে দেয়া হয়। টিটিএন/এমএস

Advertisement