জাগো জবস

৮৭৫ জনকে চাকরি দিচ্ছে শক্তি ফাউন্ডেশন

ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা শক্তি ফাউন্ডেশনে ৫টি পদে ৮৭৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: শক্তি ফাউন্ডেশন পদের নাম: এরিয়া সুপারভাইজারপদসংখ্যা: ২৫ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অভিজ্ঞতা: ০৩ বছর বয়স: ৪০ বছর। বেতন: ৩০,৫৮০ টাকা।পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজারপদসংখ্যা: ১০০ জনশিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অভিজ্ঞতা: ০২ বছর বয়স: ৩৭ বছরবেতন: ২০,২৮৪ টাকা।পদের নাম: ব্রাঞ্চ অ্যাকাউন্ট্যান্টপদসংখ্যা: ১৫০ জনশিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অভিজ্ঞতা: ০২ বছর বয়স: সর্বোচ্চ ৩৭ বছর বেতন: ১৪,৩৮০ টাকা।পদের নাম: ক্রেডিট অফিসার, গ্রেড-১পদসংখ্যা: ৫০০ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বয়স: ৩৫ বছরবেতন: ১৩,০৪০ টাকা।পদের নাম: ক্রেডিট অফিসার, গ্রেড-২পদসংখ্যা: ১০০ জন শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বয়স: ৩৫ বছরবেতন: ১১,০৭৫ টাকা।আবেদনের নিয়ম: সিনিয়র ডিরেক্টর, এইচআর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, বাড়ি-৪, রোড-২৭, ব্লক-জে, বনানী, ঢাকা-১২১৩। আবেদনের শেষ সময়: ১৩ নভেম্বর ২০১৬সূত্র: প্রথম আলো, ২৮ অক্টোবর ২০১৬এসইউ/এমএস

Advertisement