খেলাধুলা

কোহলিই সেরা

ভারত ও পাকিস্তানের ম্যাচ মানেই খেলোয়াড় ও দর্শকদের স্নায়ুর পরতে পরতে উত্তেজনা ছড়ানো এক খেলা। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আধিপত্য সবসময়েই থাকে। দুই দলের পাঁচবারের খেলায় সবকটি ম্যাচেই হারে পাকিস্তান।পাকিস্তানের বিপক্ষে কোন ভারতীয় ব্যাটসম্যানের সেঞ্চুরি না থাকার আক্ষেপ ভারতীয়দের মনে অনেক আগে থেকেই ছিল। ২০০৩ বিশ্বকাপে এই আক্ষেপ প্রায় ঘুঁচিয়ে ফেলেছিলেন শচীন টেন্ডুলকার। কিন্তু ৯৮ রানেই নাভার্স নাইনটিজের শিকার হয়েছিলেন তিনি।আজ (রবিবার) সেই আক্ষেপ অ্যাডিলেড ওভালে পূরণ করেছেন বিরাট কোহলি। কোন ভারতীয় হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করেন তিনি।পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে প্রথম কোন ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি।  ১২৬ বলে ১০৭ রানের ক্লাসিক ইনিংসটি খেলতে বেশ হিসেব করে ব্যাটিং করেছেন তিনি। এটি তার ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি।

Advertisement

১০৭ রানের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বিরাট কোহলি।ম্যাচ সেরার পুরস্কার নেয়ার পর কোহলি বলেছেন, ‘আমার ক্যারিয়ারে সবচেয়ে উল্লেখযোগ্য ম্যাচ এটি। বিশ্বকাপে দারুণ সূচনা করতে পেরে আমি বেশ খুশি ’।তিনি আরও বলেন, ‘প্রতিপক্ষ পাকিস্তান বলেই ম্যাচটি ছিল হাইভোল্টেজ। যেখানে পাকিস্তানও লড়াই করেছে। তবে হারতে আমি পছন্দ করি না। ব্যাটের মাধ্যমে তা প্রমাণ করেছি’। নিজে সেঞ্চুরি করলেও শিখর ধাওয়ান (৭৩) ও সুরেশ রায়না (৭৪) ব্যাটিংয়ের প্রশংসা করেছেন তিনি।আরআই