খেলাধুলা

২৪৪ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিন উইকেট হাতে নিয়ে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান করেছে বাংলাদেশ। আর এতে ২৪৪ রানের লিড পেয়েছে মুশফিক বাহিনী।   তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছিলেন ইমরুল আর সাকিব। দুইজন মিলে ৪৮ রানে জুটি গড়ে বাংলাদেশকে ২০০ রানের লিড এনে দেয়। তবে এরপরই ঘটে ছন্দপতন। ব্যক্তিগত ৭৮ রান করে মঈন আলির বলে এলবিডব্লিও হয়ে সাজঘরে ফিরে যান ইমরুল। ইমরুলের বিদায়ের পর সাকিব-মুশফিকের ব্যাটের দিকে তাকিয়ে ছিল টাইগার সমর্থকরা। তবে দুইজনই হতাশ করলো। আদিল রশিদের বলে বোল্ড হয়ে সাকিবের (৪১) বিদায়ের পরের ওভারেই স্টোকসের বলে কুককে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন মুশফিকও (৯)। এরপর শুভাগত হোমের সঙ্গে ৩০ রানের জুটি গড়ে ব্যক্তিগত ১৫ রান করে আদিল রশিদের দ্রুত গতির সোজা বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে গেছেন সাব্বির রহমান। এর আগে দ্বিতীয় ইনিংসের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। মাঝে দ্রুত দুই উইকেট পড়ে গেলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। ইমরুল তুলে নেন হাফসেঞ্চুরি। আর দিনের একেবারে শেষ বলে ৪৭ রান করে বোল্ড হন মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় দিন বাংলাদেশ শেষ করে ৩ উইকেটে ১৫২ রান নিয়েই।অথচ ৬৫ আর ৬৬ রানের মাথায় যখন তামিম আর মুমিনুলের উইকেট হারিয়ে ধুঁকতে বসেছিল বাংলাদেশ, তখন ইমরুল আর মাহমুদউল্লাহর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজনের ৮৬ রানের দুর্দান্ত জুটি স্বপ্নই দেখাতে শুরু করে টাইগারদের। ইমরুলের ৮১ বলে ৫৯ আর মাহমুদউল্লাহর ৪৭ রানের ইনিংস পুরো ব্যাকফুটে ঠেলে দিয়েছিল ইংল্যান্ডকে; কিন্তু শেষ বলে মাহমুদউল্লাহর আউটে দিনের শেষ আলোটা কেড়ে নেয় ইংল্যান্ড।এমআর/এমএস

Advertisement