অর্থনীতি

২০১৩-১৪ অর্থবছরের প্রথমার্ধে রপ্তানি আয় হয়েছে ৩০.২ বিলিয়ন ডলার

রাজনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও ২০১৩-১৪ অর্থবছরের প্রথমার্ধে ৩০.২ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।তিনি আরো বলেন, ২০১৩-১৪ অর্থবছরে ২০১২-১৩ অর্থবছরের তুলনায় ৩ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে, অর্থাৎ ১২ শতাংশ বেশি।মন্ত্রী বলেন, বর্তমান অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি সময়ে রপ্তানি আয় হয়েছে ১৭.৮ বিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২.১ ভাগ বেশি। ২০০৫-০৬ অর্থবছরের তুলনায় ২০১৩-১৪ অর্থবছরে রপ্তানির পরিমাণ বেড়েছে প্রায় ৩ গুণ।সাংসদ দিদারুল আলমের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০১৩-১৪ অর্থবছরে প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) ৫২ হাজার ৬৫৯ দশমিক ৮৩ কোটি টাকা (৬ হাজার ৭৭২.৩০ মিলিয়ন মার্কিন ডলার) রেমিটেন্স এসেছে।গত ২০১২-১৩ অর্থবছরের একই সময়ের চাইতে ৭ হাজার ৫৬৮ দশমিক ১০ (১২.৫৭ ভাগ) কোটি টাকা কম বলেও উল্লেখ করেন তিনি।আরএস/পিআর

Advertisement