সরকার বিরোধী আন্দোলনের জন্য ঢাকা মহানগর বিএনপি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নগর বিএনপির উপদেষ্টা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।বুধবার রাজধানী নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।এর আগে ২৩ জুলাই নবনির্বাচিত ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় । ৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে বেগম খালেদা জিয়া ঢাকা মহানগর বিএনপিকে সরকার বিরোধী আন্দোলন ও কমিটি গঠনে প্রক্রিয়া এক সাথে করার সিদ্ধান্ত দিয়েছিলেন।সরকার বিরোধী আন্দোলন ও ঢাকা মহানগর বিএনপির কমিটি গঠনের প্রক্রিয়াকে সামনে রেখে দফা দফার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির, ২য় পর্যায়ে সিনিয়র নেতৃবৃন্দ ও ৩য় দফার মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।রফিকুল ইসলাম মিয়া বলেন, ১ ঘন্টাব্যাপী এই বৈঠকে সরকার বিরোধী আন্দোলন ও ঢাকা মহানগর বিএনপির প্রতিটি ওয়ার্ড ও থানায় কমিটি গঠনের প্রক্রিয়া এক সাথে চলবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সাথে তিনি বলেন, বৈঠকে মুলত এই দুটি বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে।বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সংগঠন ও আন্দোলনের বিষয়ে আলোচনা হয়েছে। এবং বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে কমিটি গঠনের প্রক্রিয়া ও সরকার বিরোধী আন্দোলন দুটিই এক সাথে চলবে।কবে নাগাদ কমিটি গঠনের কাজ শুরু হবে- এই প্রশ্নে জবাবে তিনি বলেন, খুব শিগগিরই কমিটি গঠনের কাজ শুরু করা হবে। তবে নির্দিষ্ট কোন তারিখ ও দিন ঠিক করা হয়নি।বৈঠক বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, নগর বিএনপির উপদেষ্টা ও দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, আবদুস সালাম, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল মিন্টু, কাজী আবুল বাশার, সিনিয়র সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবুল খায়ের ভূইয়া, আমান উল্লাহ আমান, এস এ খালেক, বরকত উল্লাহ বুলু, সদস্য নবী উল্লাহ নবী, সাহাবুব উদ্দিন, আতিকুল ইসলাম মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement