খেলাধুলা

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম সেঞ্চুরি

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে প্রথম কোনো ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির রেকর্ড করেছেন বিরাট কোহলি। এডিলেড ওভালে নিজেদের প্রথম ম্যাচে ২৬ বছর বয়সী এই উদ্বোধনী ব্যাটসম্যান ওয়ানডে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি পূর্ণ করে এই রেকর্ড গড়েন।রোববারের ম্যাচে কোহলি ৪৫.২ ওভারে ১০৭ রানে ডান হাতি পেসার সোহেল খানের বলে উইকেটের পেছনে উমর আকমলের হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন। এর আগে ১২৬ বলে ৮টি বাউন্ডারির সহায়তায় কোহলি এই রান করে ভারতীয় লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের করা ৯৮ রানকে অতিক্রম করেছেন।২০০৩ সালে দক্ষিণ আফ্রিকান বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে করা শচীনের এই রানই এখন পর্যন্ত বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কোনো ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ রান ছিল। ঐ একই ম্যাচে পাকিস্তানের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান সাইদ আনোয়ার ১০১ রান করেছিলেন।আরএস/পিআর

Advertisement