প্রাণ ডাল ফেসবুক কনটেস্টে ভালোবাসা সম্পর্কে অনুভূতি জানিয়ে বিজয়ী হয়েছেন আছাদুন-নবি (লিটন)। বিশ্ব ভালোবাসা দিবসে বিজয়ী লিটন মারমেইড গ্যালারি ক্যাফে প্রিয়জনের সঙ্গে ডিনার করার সুযোগ পেয়েছেন। সেই সাথে প্রাণ ডালের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে ভালোবাসা সম্পর্কে অনুভূতি নিয়ে ফেসবুক কনটেস্টের আয়োজন করে প্রাণ ডাল। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত চলে এ ফেসবুক কনটেস্ট।এই আয়োজনে গণমাধ্যম সহযোগী হিসেবে ছিল জাগোনিউজ২৪.কম।আরএস
Advertisement