জাতীয়

গুলিস্তানের হকারদের নাট্যমঞ্চে পুনর্বাসন

রাজধানীর গুলিস্তান এলাকার হকারদের কাজী বশির মিলনায়তনের (মহানগর নাট্যমঞ্চ) আশপাশের ফাঁকা জায়গায় পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মো. সাঈদ খোকন। শনিবার নগর ভবনে কাউন্সিলরদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। সাঈদ খোকন বলেন, আমরা গুলিস্তান এলাকার ২ হাজার ৫০৬ জন হকারের তালিকা তৈরি করেছি। ফুটপাত দখল মুক্ত করতে এদের সেখান থেকে সরিয়ে মহানগর নাট্যমঞ্চে অস্থায়ী ভিত্তিতে পুনর্বাসন করা হবে। পরবর্তীতে একটি মার্কেট করে সেখানে পুনর্বাসন করা হবে।গত বৃহস্পতিবারের ঘটনাকে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে মেয়র বলেন, ‘এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। কখনো কাম্য নয়। এটা আইনি প্রক্রিয়ায় সমাধান করা যায়। উচ্ছেদে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করেছে। কোনো ব্যক্তির দায়ভার কখনো প্রতিষ্ঠান নেবে না।’মেয়র জানান, গুলিস্তান এলাকায় ১২ থেকে ১৪টি হকার্স মার্কেট রয়েছে। অথচ আবার ফুটপাত দখল হচ্ছে। ফুটপাত দখল মুক্ত করলে আবার দখল হয়ে যায়।তিনি বলেন, উচ্ছেদ অভিযান যখন চলছিল তখন ম্যাজিস্ট্রেট এবং কর্পোরেশনের উচ্ছেদকর্মীদের বাধা দেয়া হয়। হকাররা গুলি ছোড়ে। ম্যাজিস্ট্রেট ও কর্পোরেশনের লোকজন বাধা পেয়ে নগর ভবনে ফিরে আসতে বাধ্য হন। সে সময় হকারদের একটা অংশ নগর ভবনেও হামলা চালায়।অনুষ্ঠানে সিটি করপোরেশনের জ্যেষ্ঠ কমিশনার আবু আহমেদ মন্নাফি বলেন, ‘ওইদিন হকারদের মধ্য থেকে গুলি চালানো হয়েছে। পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা ঢাকার এক কোটি মানুষের কাছে দায়বদ্ধ, হকারদের কাছে নয়। তবে তাদের বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখতে হবে।’২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন বলেন, ‘ওই দিন যারা হামলা চালিয়েছে তাদের ইন্ধনদাতা কারা? তারা বলছে ম্যানেজ করেছেন। কাদের ম্যানেজ করেছেন? অসাধু ব্যবসায়ীরা তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য এ কাজ করেছেন। গাড়ি পার্কিং এর জায়গাগুলো জরুরি ভিত্তিতে উচ্ছেদ করতে হবে। মাননীয় মেয়র আমাদেরকে কলঙ্কের হাত থেকে বাঁচান।’এমএসএস/এনএফ/এসএইচএস/এবিএস

Advertisement