ধর্ম

কেউ দোয়া চাইলে আপনি যা বলবেন

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না (সাহায্য চায় না); তার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হন।’ কেননা দোয়াই ইবাদাতের মূল। আবার পরস্পর দেখা-সাক্ষাৎ হলে একে অপরের নিকট দোয়া চায়; কল্যাণ কামনা করে থাকে। সেক্ষেত্রে কি বলতে হবে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা আমাদের শিখিয়েছেন।আর একে অপরের জন্য দোয়া করা বা কল্যাণ কামনা করাও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত। এ কারণে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমাজে সালাম আদান-প্রদানের জন্য জোর তাগিদ দিয়েছেন। কেননা সালামেও পরস্পরের জন্য কল্যাণ কামনা করা হয়।হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু-এর মা একবার তাঁকে নিয়ে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে এসে তাঁর জন্য দোয়া করার আবেদন করেন। এতে বিশ্বনবি তাঁর জন্য যেভাবে দোয়া করেন তা তুলে ধরা হলো-উচ্চারণ : ‘আল্লাহুম্মাকছির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আত্বিল ও’মরাহু ওয়াগফিরলাহু ওয়া বারিকলাহু ফিমা রাযাক্বতাহু।’অর্থ : ‘হে আল্লাহ! আপনি তার অর্থ, সন্তান, ও বয়স বৃদ্ধি করে দিন। আর তাকেক্ষমা করুন এবং তাকে যে রুজি (রিজিক) দিয়েছেন তাতে বরকত দিন। পরিশেষে...আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন-সুন্নাহর বিধান যথাযথভাবে পালন করার সঙ্গে সঙ্গে দোয়া-আমল ও নফল ইবাদাত-বন্দেগি বেশি বেশি করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/এমএস

Advertisement