খেলাধুলা

জয়ের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দেওয়া ৩০১ রানের টার্গেট নিয়ে ব্যাট করছে পাকিস্তান। তবে শুরুতেই ইউনিস খানের উইকেট হারিয়েছে মেজবাহ বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৭ ওভারে ৩৭ রান।ইসিংসের ৪র্থ ওভারে মোহাম্মদ সামির বলে ধোনিকে ক্যাচ দেন ইউনিস খান। ক্রিজে এসেছেন নতুন ব্যাটসম্যান হারিস সোহেল। তার সঙ্গে রয়েছেন আরেক ওপেনার আহমেদ শেহজাদ।এর আগে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩০০ রান করতে সক্ষম হয় ভারত। সর্বোচ্চ ১০৭ রান করেন বিরাট কোহলি। দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ রান আসে সুরেশ রায়নার ব্যাট থেকে।রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল মাঠে শুরু হয় ভারত-পাকিস্তানের এ ক্রিকেটীয় মহাযুদ্ধ। ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।বিএ/এমএস

Advertisement