রাজনীতি

গুলশান থেকে রাজনৈতিক কার্যালয় উচ্ছেদের দাবি

গুলশান-বনানী এলাকা থেকে রাজনৈতিক দলের কার্যালয় উচ্ছেদের দাবি জানিয়েছেন বিএনএফের চেয়ারম্যান ও ওই এলাকার সংসদ সদস্য আবুল কালাম আজাদ। রোববার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে প্রায় ২ ঘন্টা অবস্থান শেষে চলে যাওয়ার সময় তিনি এ দাবি জানান। এর আগে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে বেলা ১১ টা ২০ মিনিটে দলের নেতাকর্মী ও গুলশান মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে অবস্থান কর্মসূচিরপালন করনে তিনি। এ কর্মসূচি চলে দুপুর ১টা পর্যন্ত। আজাদ বলেন, হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে আমরা তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি। আমি জিয়াউর রহমানের একজন সহকর্মী হিসেবে খালেদা জিয়াকে বলছি এসব কর্মসূচি প্রত্যাহার করতে হবে।এমএম/এএইচ/এমএস

Advertisement