খেলাধুলা

কোহলির সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ৩০০

বিরাট কোহলির সেঞ্চুরিতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৩০০ রান। ১০৭ রান করে আউট হন ভারতীয় এই ব্যাটসম্যান।  এর আগে এ্যাডিলেডে‘বি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দলের ৩৪ রানে ব্যক্তিগত ১২ ওপেনার রোহিত শর্মা আউট হলেও ১২৯ রানের জুটি করে দলের  প্রথমিক বিপর্যয় কাটিয়ে তোলেন শেখর ধাওয়ান ও বিরাট কোহলি। ধাওয়ান ৭৩ রানে আউট হলেও কোহলি তুলে নেন ক্যারিয়ায়ের ২২ তম সেঞ্চুরি। শেষ দিকে রায়না ৫৬ বলে ৭৬ রান করলে নির্ধারিত ওভারে ৩০০ রানে শেষ হয় ভারতের ইনিংস। পাকিস্তানের পক্ষে সোহেল খান নেন ৫ উইকেট।উল্লেখ্য এখন পর্যন্ত বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। সবকটিতেই জয় পেয়েছে ভারত।  এমআর/এমএস

Advertisement