বগুড়ার শেরপুর উপজেলায় অবরোধ ও হরতালের সমর্থনে পিকেটিং করার সময় রানা আহম্মেদ নামের এক শিবিরকর্মী পুলিশের গুলিতে আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে উপজেলার হামছায়াপুরে মহাসড়ক অবরোধকালে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হরতালের সমর্থনে হামছায়াপুরে মহাসড়ক অবরোধ করে ছাত্রশিবির। এতে পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে ৩/৪টি ককটেল নিক্ষেপ করলে পিছু হটতে বাধ্য হয় পুলিশ। কিছুক্ষণ পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে রাবার বুলেট ছুঁড়ে শিবির কর্মীদের ছত্রভঙ্গ করতে চাইলে দু’পক্ষের মধ্যে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ হাশমী জানান, শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে পুলিশ ৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। ঘটনাস্থলে থেকে ৩ শিবির কর্মীকে আটক করা হয়েছে। বিএ/এমএস
Advertisement