পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের জিএসপি ফিন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় রাজধানী কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট ভবনে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এজিএম এ কোম্পানির ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে।এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৫৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ৫ ফেব্রুয়ারি।এসআই/এএইচ/এমএস
Advertisement