এখনো শক্ত ভিত গড়ে উঠেনি। দলের সংখ্যা একেক বছর একেক রকম। ধারাবাহিকতাও নেই। তারপরও পেশাদার ফুটবলের একটি অংশ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। এ লিগযুদ্ধ বিজয় করেই ক্লাবগুলোকে পেতে হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিট। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ নামে পেশাদার ফুটবলের এটি দ্বিতীয় স্তর। সম্পূর্ন স্থানীয় খেলোয়াড় নিয়ে লিগের এবারের আসর শুরু হচ্ছে আগামীকাল(শনিবার)। প্রথম দিনই মুখোমুখি টিঅ্যান্ডটি ক্লাব ও নবাগত সাইফ স্পোর্টস ক্লাব লিমিটেড। উদ্বোধনী এ ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৪ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। উদ্বোধন ছাড়াও আরও বেশ কয়েটি ম্যাচ হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। তবে এ লিগের বেশির ভাগ খেলা রাখা হয়েছে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। লিগে অংশ নিচ্ছে ৮টি ক্লাব। এর মধ্যে গতবারের টিএন্ডটি ক্লাব মতিঝিল, বাংলাদেশ পুলিশ ফুটবল উপ-পরিষদ, অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের সঙ্গে নতুন ৩ দল আছে কাওরান বাজার প্রগতি সংঘ, চট্টগ্রাম মোহামেডান এসসি ও সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড।আজ (শুক্রবার) বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিগ শুরু ও দলগুলোর প্রস্তুতি নিয়ে কথা বলেছেন বাফুফে কর্মকর্তা ও ক্লাব প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন প্রফেশনাল ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান, বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম, বাফুফে সদস্য মো. ইলিয়াছ হোসেন, ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডাইরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার ডন, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড ব্রাঞ্চ ম্যানেজার শামসুদ্দিন চৌধুরী, প্রগতি ইন্সুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল ইসলাম এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ক্লাব প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন টিএন্ডটি ক্লাবের নজরুল ইসলাম দুলু, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কাজী নুসরাত এদিব লুনা, অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাবের হাজী মো. রফিক, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের এ কে এম নুরুজ্জামান, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের আরিফুর রহমান রবিন, কাওরান বাজার প্রগতি সংঘের হানিফ রশিদ ডাবলু, চট্টগ্রাম মোহামেডান এসসির তৌহিদুল ইসলাম এবং সাইফ স্পোর্টিং ক্লাবের মাহবুবুর রহমান।আরআই/এমএস
Advertisement