মাত্র ছয়জন মন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন দিল্লি বিধানসভার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতের তরুণতম মন্ত্রিসভাটির সদস্যদের বয়েসর গড় ৪০-এরও কম।এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মন্ত্রিসভার সদস্যদের একেকজনের মাঝে একাধিক মন্ত্রণালয় ভাগ করে দিলেও কেজরিওয়াল নিজে কোনো মন্ত্রণালয়ের ভার নেননি।এ ব্যাপারে নতুন মন্ত্রিসভার উপ-মুখ্যমন্ত্রী মানিশ সিসোদিয়া বলেন, মুখ্যমন্ত্রী বাকি মন্ত্রীদের কার্যক্রম তদারকি ও জনসম্পৃক্ত থাকবেন।ভারতের রাজধানী দিল্লির প্রথম উপ-মুখ্যমন্ত্রী সিসোদিয়া নগর উন্নয়ন ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। জিতেন্দ্র তোমারকে দেওয়া হতে পারে স্বরাষ্ট্র, আইন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব।আবারও স্বাস্থ্যমন্ত্রীর পদ পেতে পারেন সত্যেন্দ্র জৈন। একই সঙ্গে তিনি জ্বালানী, শিল্প, গণ-কর্মসূচি বিভাগ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।সাবেক ছাত্রনেতা গোপাল রায় পেতে পারেন পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব। একই সঙ্গে তিনি গ্রাম উন্নয়ন, কর্ম ও সাধারণ প্রশাসন সংক্রান্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।বিএ/আরআই
Advertisement