সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার উভয় শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে চলছে লেনদেন। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। ঊর্ধ্বমূখী প্রবণতায় লেনদেন শুরু হলেও সকাল ১১টায় পর সূচকের নিম্নমূখী প্রবণতা লক্ষ্য করা যায়।লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় সকাল ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২ পয়েন্ট কমে চার হাজার ৮৪৯ পয়েন্টে অবস্থান করছে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৯৬টির দাম বেড়েছে, কমেছে ৯৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৯৬৮ পয়েন্টে। সিএসইতে মোট ৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৩২ টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪ কোটি টাকার।এসআই/এএইচ/এমএস
Advertisement