খেলাধুলা

জয়ের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে

৩৪০ রানের টার্গেটে এখন জয়ের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভার শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৩২ রান। চামু চিবাবা ১৮ আর সিকান্দার রাজা ৫ রান নিয়ে ব্যাট করছে।  এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ডেভিড মিলার আর ডুমিনির জোড়া সেঞ্চুরিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৩৩৯ রান। মাত্র ২১ রানের মধ্যে দুই ওপেনার কুইন্টন ডি কক আর হাশিম আমলার উইকেট হারিয়ে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় উইকেটে ডু প্লেসিস আর ডি ভিলিয়ার্স ৪৬ রানের জুটি করে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। এরপর ২৪ রান করে ডু প্লেসিস আর ২৫ রানে ডি ভিলিয়ার্স আউট হলে আবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিশ্বকাপের অন্যতম ফেভারিট এই দলটি। এরপর দলের হাল ধরেন মিলার আর ডুমিনি। দুজনে মিলে ২৫৬ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেয়। নির্ধারিত ৫০ ওভার শেষে আফ্রিকানদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৩৩৯ রান। ডেভিড মিলার ১৩৮ আর ডুমিনি ১১৫ রান নিয়ে অপরাজিত থাকেন। এমআর/এমএস

Advertisement