খেলাধুলা

তামিমের অষ্টম সেঞ্চুরি

প্রতিপক্ষ ইংল্যান্ড হলেই জ্বলে ওঠেন বাংলাদেশ দলের সেরা ওপেনার তামিম ইকবাল। এখন পর্যন্ত তাদের বিপক্ষে খেলা সব টেস্টের কমপক্ষে একটি ইনিংসে করেছেন সত্তরোর্ধ্ব রান। প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে ছয় টেস্ট খেলে করেছেন তিনটি সেঞ্চুরি এবং সাতটি হাফসেঞ্চুরি। ঢাকা টেস্টেও তাদের পেয়ে আরও একটি সেঞ্চুরি তুলে নিলেন এ ড্যাশিং-ওপেনার। এটি তার ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি।শুক্রবার টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ইমরুল কায়েসকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন তামিম। তবে মুমিনুলকে নিয়ে দারুণ এক জুটি গড়ে দলের হাল ধরেন এ ওপেনার। ১২টি চার মারেন তিনি।শেষ পর্যন্ত মঈন আলীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন তামিম। ১৪৭ বলে ১০৪ রান সংগ্রহ করে বিদায় নেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ দুই উইকেটে ১৭১। মুমিনুলের সঙ্গে ১৭০ রানের জুটি উপহার দেন তামিম।২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি তুলে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। এরপর থেকেই বাংলাদেশ দলে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। সব সংস্করণেই সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। ৪৩ টেস্টে ৮৩ ইনিংস ব্যাট করে ৩৩০৯ রান সংগ্রহ করেছেন তিনি।আরটি/এনইউ/পিআর

Advertisement