আন্তর্জাতিক

আবারো সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান

আবারো সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। শুক্রবার স্থানীয় সময় সকাল ৫টায় জম্মু-কাশ্মিরের নওসেরা, সুন্দরবানি এবং পাল্লানওয়ালা সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় ভারী গোলাবর্ষণ করেছে পাক সেনাবাহিনী। এর আগে বৃহস্পতিবার পাক সেনাদের গুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য নিহত হয়েছে। খবর অল ইন্ডিয়ার। বিগত ১২ ঘণ্টায় ছয়বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। তাদের হামলার প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালিয়েছে ভারতীয় সেনারা। জম্মুর উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা দানিশ রানা জানিয়েছেন, বৃহস্পতিবার পুরা সেক্টরে পাক সেনাবাহিনীর মর্টারের আঘাতে জোতিন্দর সিং (৪৬) নামের এক বিএসএফ সদস্য নিহত হয়েছে। গত পাঁচ দিনে পাক সেনাদের গুলিতে তিন বিএসএফ সদস্যের মৃত্যু হয়েছে। সীমান্তে গোলাগুলির ঘটনায় এ পর্যন্ত চার নারীসহ আট বেসামরিক আহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএসএফকে পাক সেনাদের অতর্কিত হামলার বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবার আহ্বান জানিয়েছেন। টিটিএন/পিআর

Advertisement