বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে ‘রেলওয়ে সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রজেক্ট-৩’র আওতায় সহজ শর্তে ১০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে সরকার ও এডিবির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।প্রকল্পটির উদ্দেশ্য-বাংলাদেশ রেলওয়ের প্রধান লাইন নেটওয়ার্কের রেল পরিবহনের ক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশ রেলওয়েতে ৫০টি ব্রডগেজ ও ১০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহ করা।সরকারের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. মেসবাহ উদ্দিন, অন্যদিকে এডিবির পক্ষে স্বাক্ষর করেন এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর তাজুহিকো হিগুচি।
Advertisement