দেশজুড়ে

চট্টগ্রামে ক্লান্ত পুলিশ বাহিনীতে অসন্তোষ

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের টানা অবরোধ ও হারতালে নাশকতা ঠেকাতে দিন-রাত মাঠে থাকতে হচ্ছে পুলিশকে। ফলে ক্লান্ত হয়ে পড়েছে চট্টগ্রাম পুলিশ। ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া অবরোধের কারনে সৃষ্ঠ সহিংসতা ও চোরাগোপ্তা হামলার এ পর্যন্ত চট্টগ্রামে আহত হয়েছেন প্রায় ২৫ পুলিশ। এছাড়া চট্টগ্রামের থানাগুলোতে রয়েছে প্রয়োজনের তুলনায় প্রায় অর্ধেক জনবল। ফলে অন্য জেলা থেকে ধার করা পুলিশ দিয়ে নগরী ও জেলায় নাশকতা মোকাবেলা করা হচ্ছে।নগরীতে হরতাল-অবরোধে প্রায় ১২০০ এবং জেলায় ৭২০ জন অতিরিক্ত পুলিশ কাজ করছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১৬ থানায় রয়েছে ৫ হাজার জনবল। আরও ৫ হাজার জনবল বৃদ্ধির জন্য দুই বছর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হলেও তা এখনও কার্যকর হয়নি। অপরদিকে জেলার ১৬ থানায় নতুন করে ১ হাজার ৫০০ জনবল চেয়ে সংশ্লিষ্ট দফতরে এক বছর আগে প্রস্তাব পাঠানো হলেও প্রস্তাবটি এখনও আলোর মুখ দেখেনি। ফলে বাহিনীতে দেখা দিয়েছে অসন্তোষ।  পুলিশের জনবল বৃদ্ধির প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ঝুলে থাকায় আটকে আছে কর্মরত পুলিশের পদোন্নতি। থানা পুলিশ নাশকতা দমনে ব্যস্ত থাকায় বাড়ছে তদন্তাধীন মামলার স্তূপ। চট্টগ্রাম মহানগর ও জেলার ৩২টি থানায় দৈনন্দিন দায়েরকৃত মামলাগুলো তদন্তে হিমশিম খাচ্ছে পুলিশ। যার কারণে বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড।সিএমপি সূত্র জানায়, জনবল সংকটের কারণে চলমান হরতাল-অবরোধে সহিংসতা মোকাবেলায় এপিবিএনসহ পার্শ্ববর্তী জেলা থেকে প্রায় ১২০০ পুলিশ ধার করে আনতে হচ্ছে। সহিংসতা দমনে থানা পুলিশ ব্যস্ত থাকায় স্তিমিত হয়ে পড়েছে পুলিশের দৈনন্দিন কাজকর্ম।সিএমপিতে বর্তমানে ৫ হাজার ৫০২টি মঞ্জুরিকৃত পদ রয়েছে। এরমধ্যে কর্মরত রয়েছে ৪ হাজার ২০০ জন। নগরীর ১৬টি থানায় পর্যাপ্তসংখ্যক পুলিশ ফোর্স না থাকায় এমনটা হচ্ছে বলে জানিয়েছেন সিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার একেএম শহিদুর রহমান। তিনি জানান, বাড়তি ৫ হাজার জনবল চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দীর্ঘ দুই বছর আগে প্রস্তাব পাঠানো হয়েছে। নতুন জনবল নিয়োগ হলে ধার করে পুলিশ আনার প্রয়োজন হবে না।জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আকতার জানান, জেলার ১৬টি থানাসহ পুলিশ লাইনে ২ হাজার ৪৬৫ জন পুলিশ সদস্য কর্মরত রয়েছে- যা বৃহৎ এ জেলার জন্য পর্যাপ্ত নয়। সম্প্রতি হরতাল-অবরোধে সহিংসতা মোকাবেলায় পার্বত্য জেলা বান্দারবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটিসহ বিভিন্ন জেলা থেকে ৭২০ জন বাড়তি পুলিশ এনে আইনশৃংখলা পরিস্থিতি সামাল দেয়া হচ্ছে। স্পর্শকাতর উপজেলাগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। থানায় পুলিশ কম হওয়ায় দৈনন্দিন কাজ করা সম্ভব হচ্ছে না। তিনি জানান, চট্টগ্রাম জেলার জন্য পুলিশের ১ হাজার ৫০০ জনবল বৃদ্ধির জন্য গেল বছরের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রেরিত প্রস্তাব পাস হলে জেলায় পুলিশ সংকট কমে যাবে। এএইচ/এমএস

Advertisement